কেএমপি’র পুলিশ কমিশনার কর্তৃক সহকারি পুলিশ কমিশনার (খালিশপুর জোন) এর অফিস বাৎসরিক পরিদর্শন

batsorik.jpeg

দেশের তথ্য ডেস্ক লবণচরা প্রতিনিধি :-  ১৯ জুলাই জানুয়ারি ২০২৩ খ্রিঃ, ০৪ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ সকাল ১১.৩০ ঘটিকায় কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা মহোদয় সহকারি পুলিশ কমিশনার (খালিশপুর জোন) এর অফিস বাৎসরিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে কমিশনার মহোদয় খালিশপুর জোন অফিসের সকল কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি খালিশপুর জোন অফিসের আওতাধীন থানাসমূহের সেবাদান কার্যক্রমকে আরো গতিশীল করতে ও জনবান্ধব পুলিশিং করার জন্য খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ হুমায়ন কবিরকে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ মোসফেকুর রহমান; সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ হুমায়ুন কবির; এবং খালিশপুর থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মুনীর উল গীয়াস-সহ অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্স।

Share this post

PinIt
scroll to top