খুলনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২ জেএমবির সদস্যের ১০ বছরের কারাদণ্ড ।

jamat.jpg

দেশের তথ্য ডেস্ক খুলনা প্রতিনিধি :-   খুলনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২ জেএমবির সদস্যের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরো দুটি পৃথক ধারায় সাত বছর ও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তাদের পড়াশোনা ও বয়স বিবেচনায় তিনটি সাজা একই সাথে কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নূর মোহাম্মদ অনিক ও মোঃ মোজাহিদুল ইসলাম রাফি। তারা দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। রায় ঘোষণার পর দুই আসামিকে কড়া নিরাপত্তায় আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আইনজীবীরা জানান, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাতে বোমা তৈরির সরঞ্জামসহ খুলনা মহানগরীর গল্লামারি এলাকা থেকে নূর মোহাম্মদ অনিক এবং মো. মোজাহিদুল ইসলাম রাফিকে আটক করে পুলিশ। তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারা দুইজনই জেএমবির সক্রিয় সদস্য ছিলেন। মামলা তদন্ত কর্মকর্তা গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হক ২০২০ সালের ২২ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২২ জন আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।

Share this post

PinIt
scroll to top