নড়াইলে চাঞ্চল্যকর চাচাতো ভাইয়ের হাতে ভাই হত্যা মামলার মূল আসামী রিপনসহ দুইজন গ্রেফতার

2ijon.jpeg

দেশের তথ্য ডেস্ক নড়াইল প্রতিনিধি :-   নড়াইল জেলার লোহাগড়া থানাধীন হান্দলা গ্রামের ভিকটিম বাবুল শেখ এর সাথে তার চাচাতো ভাইদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলমান। উক্ত বিরোধ নিস্পত্তির লক্ষ্যে গত ১০ জুলাই ২০২৩ তারিখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি শালিশ বসে। পরেরদিন সকালে আসামী রিপন শেখ ও তার লোকজন জমির সীমানায় থাকা একটি তালগাছ কাটার জন্য আসলে ভিকটিম বাবুল শেখ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটতে বাধা দেয়। তখন আসামী রিপন শেখ ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাচাতো ভাইয়ের হাতে ভাই নিষ্ঠুর ভাবে নিহত হওয়া ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রকাশিত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একাধিক টিম উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই ২০২৩ তারিখ রাতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা এবং ডিএমপি ঢাকার মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের মূলহোতা আসামী ১। রিপন শেখ (৪৫) ও তার সহযোগী অসামী ২। মুরাদ শেখ(৪০), উভয় থানা-লোহাগড়া, জেলা-নড়াইলদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকেদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top