ডামুড্যায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চেক বিতরণ

jkhlfkh-20230718062203.jpg

দেশের তথ্য ডেস্ক ডামুড্যা প্রতিনিধি :-  শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অগ্নিকান্ড ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থ ২২টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি ও উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান ক্ষতিগ্রস্থদের মাঝে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম,আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি ও পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার উপস্তিত ছিলেন।

উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, উপজেলায় অগ্নিকান্ড ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২২টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে তাদের ঘরগুলো দ্রুত পুনঃমেরামতের জন্য ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top