দেশের তথ্য ডেস্ক ইতালি প্রতিনিধি :- বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালি আওয়ামী লীগ রোম মহানগর শাখা।
রোমের ইতালি আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে হাবীব চৌধুরী, হাদিউল ইসলাম হাদি, জামান মোক্তার, বাবু ঢালী, মলি জামান, নয়না আহমেদ, সোহেল বক্সী, মহি উদ্দিন তফাদর।
এ ছাড়াও রোম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আল মাহামুদ রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইটসহ ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।