সেনাবাহিনী কাজ করছে দেশের উন্নয়নে : সেনাপ্রধান

senabahiniiiiiiiiiii.webp

দেশের তথ্য ডেস্ক :- সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে বাংলাদেশ সেনাবাহিনী নিজেকে জাতির গর্ব হিসেবে দেখার প্রয়াসে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কাজ করছে। এ ধরনের প্রশংসনীয় ভূমিকা অব্যহত থাকবে। সোমবার (১৭ জুলাই) সকালে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ বলেন, দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্স-এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো অনুযায়ী সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষরটিও সকলকে অবহিত করেন তিনি।
অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, বিএমটিএফের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, সেনাবাহিনী অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মাহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, বাংলাদেশ চা বোর্ডের এনডিসি মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ইফতেখার আনিস, কাজান্ট ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনিরুজ্জামান এবং কোর অব ইঞ্জিনিয়ার্সের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং সকল ইউনিট অধিনায়কগণ অংশগ্রহণ করেন। এসময় সেনাবাহিনী প্রধান বৃক্ষরোপনে অংশগ্রহণ করেন।

Share this post

PinIt
scroll to top