গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

gopal.webp

দেশের তথ্য ডেস্ক গোপালগঞ্জ প্রতিনিধি :-  গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে মান্নান শেখ (৬৫) নামে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। বেশকিছু বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলম ও এলাকাবাসী জানান, কাশিয়ানী উপজেলা সদরের খায়েরহাট গ্রামের চাচাতো ভাই মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার বিকালে খায়েরহাট ব্রিজের কাছে মান্নানের সমর্থক রঞ্জু শেখ ও হেমায়েতের সমর্থক রাসেল শেখের মধ্যে বাক বিতণ্ডতার ঘটনা ঘটে। এ সময় উভয়ই দেখে নেওয়ার হুমকি দেন। এর জেরে সোমবার ভোর পৌনে ৬টার দিকে দুই পক্ষের লোকজন লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা চালায় ও সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালে মান্নান শেখ গ্রুপের প্রধান মান্নান শেখ মারাত্মক আহত হন। তার শরীরে কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। আহত মান্নান শেখকে কাশিয়ানী ১শ শয্যা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত ১ জনকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা গ্রেফতার এড়াতে বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

Share this post

PinIt
scroll to top