দেশের তথ্য ডেস্ক:- গাজীপুরে দেশীয় লোহার তৈরী কাঠের বাটযুক্ত এলজি (ওয়ান শুটার গান) গ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযানকালে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোঃ সিহাব উদ্দিন (২৭), গাজীপুরের শ্রীপুর থানার চরদমদমা গ্রামের আঃ সামাদ মোল্লার ছেলে।
বাসন থানার ওসি মোঃ সানোয়ার জাহান জানান, গাজীপুর মহানগরের ভোগড়া সাকিনস্থ ভোগড়া পলিকেম্প স্পেকট্রম্প রংয়ের ফ্যাক্টরির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিরাপত্তামূলক চেকপোষ্ট ডিউট করাকালীন শনিবার দিবাগত রাত আড়াইটার সময় ওই যুবক চান্দনা চৌরাস্তার দিক থেকে কাধে একটি ব্যাগ নিয়ে হেঁটে ভোগড়া বাইপাস সড়কে যাওয়ার সময় সেখানে চেকপোষ্টের নিকট পৌছা মাত্রই পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে দৌড়ে ধরে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে সে বিভ্রান্তিকর নানা জবাব প্রদান ও সন্দেহজনক আচরন শুরু করে। পরে দেহ তল্লাশীকালে তার কাঁধের ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় লোহার তৈরী কাঠের বাটযুক্ত এলএমজি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে বাসন থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।