রুপিতে লেনদেনের চুক্তি ভারতের সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ।

INDIA.webp

দেশের তথ্য ডেস্ক:-  ডলারে নয় বরং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এখন থেকে বাণিজ্য লেনদেন রুপিতে করবে ভারত। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবুধাবি সফরের মধ্যে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক ও ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেনের বিষয়ে দু’টি সমঝোতা চুক্তি সই হয়। খবর দেশের তথ্য

এ বিষয়ে ভারতের রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নতুন চুক্তি দুটি দুই দেশের মধ্যে সীমাহীন আন্তঃসীমান্ত লেনদেন, অর্থপ্রদান ও বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে। অর্থ স্থানান্তরের বিষয়টি নির্বিঘ্ন করতে একটি রিয়েল-টাইম পেমেন্ট লিংক গড়ে তোলার বিষয়েও একমত হয়েছে উভয় দেশ। এ বিষয়ে নরেন্দ্র মোদি বলেন, ভারত ও আরব আমিরাতের সহযোগিতার ক্ষেত্রে এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে দুটি দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক লেনদেন সহজ হবে।

নানা কারণে বিশ্বজুড়ে মার্কিন ডলারের দাম বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী। ফলে বাণিজ্য লেনদেনের জন্য রুপিকে ডলারে রূপান্তর করতে ভারতের ব্যয় বেড়ে গেছে। এ অবস্থায় নানা দেশের সঙ্গে সরাসরি রুপিতে লেনদেন করার চেষ্টা করছে ভারত সরকার।
ভারত সংযুক্ত আরব আমিরাত থেকে ডলারে তেল আমদানি করে আসছে। তবে নতুন চুক্তির বিষয়ে বিস্তারিত জানা আছে এমন এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, এ চুক্তির অধীনে ভারত প্রথমবারের মতো আবু ধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশনকে (এডিএনওসি) রুপিতে আমদানি বিল পরিশোধ করবে।

বিশ্বের তৃতীয় বৃহৎ তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত। ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ভারত ও আমিরাতের মধ্যে ৮ হাজার ৪৫০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য লেনদেন হয়েছে। গত বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক বিশ্বজুড়ে রুপিতে বাণিজ্য লেনদেনের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করে।

Share this post

PinIt
scroll to top