মিরপুরে প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-ভারত

maya.webp

দেশের তথ্য ডেস্ক:-   টি-টোয়েন্টি সিরিজ দারুণ জমিয়ে তুলেও হেরে যাওয়া বাংলাদেশ নারী দল এবার ওয়ানডে ফরম্যাটে ভারতের মুখোমুখি। আজ রবিবার সকালে মিরপুর শেরেবাংলায় শুরু হয়েছে প্রথম ওয়ানডে ম্যাচ। যদিও ১৫ ওভারের পরই বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে খেলা।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত।

শুরুতে ভালো কিছুর ইঙ্গিত দিলেও দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিক দল। ১৮ বল খেলে কোনো রান করতে না পারা শারমিন আখতার রানআউট হয়ে যান। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হওয়ার আগেই নেই দ্বিতীয় উইকেট। আমনজোত কৌরের বলে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন (১৩)।

১৫.১ ওভারে বাংলাদেশের স্কোর যখন ২ উইকেটে ৪০ রান, তখনই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।
জাতীয় নারী ক্রিকেট দলের এই সিরিজটি কোনো টিভি চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে না। বিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ধারাভাষ্যসহ ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে। এ ছাড়া মাঠে বসেও বিনা মূল্যে খেলা দেখার সুযোগ আছে।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই সিরিজে নিজেদের ফেভারিট দাবি করে দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন।

Share this post

PinIt
scroll to top