খুলনার আ’লীগকে সুসংগঠিত করার পিছনে এম এ বারির অবদান রয়েছে

khulna-awamiliegue.jpg

দেশের তথ্য ডেস্ক:- খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, এম এ বারি একজন দক্ষ সংগঠক ছিলেন। তার সততা ও দক্ষতার কারণে খুলনা জেলা আ’লীগ থেকে শহর আ’লীগ, শহর আ’লীগ থেকে মহানগর আ’লীগ মহীরুহে পরিণত হয়েছে। খুলনার আজকের এ আ’লীগ সুসংগঠিত হওয়ার পেছনে এম এ বারির অন্যতম অবদান রয়েছে।
গতকাল শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম এ বারির মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আ’লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় বক্তৃতা করেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মহানগর আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, এড. অলোকা নন্দা দাস, হালিমা ইসলাম, শামছুজ্জামান মিয়া স্বপন, হাফেজ মোঃ শামীম, অধ্যাপক রুনু ইকবাল বিথার, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, মনিরুজ্জামান খান খোকন, মোঃ আযম খান, হোসনে আরা চম্পা, এড. সুলতানা রহমান শিল্পী, মমতাজ বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মোঃ সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এড. শামীম আহমেদ পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, পারভিন ইলিয়াছ, নুরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি, শেখ নজিবুর রহমান নজিব, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর রোজী ইসলাম নদী, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, নুরুল ইসলাম মনু, শবনম সাবা, সুপ্তি হাসান, পারভিন হাসমত, বলাকা রায়, ওসিরন, জেসমিন সুলতানা শম্পা,খাদিজতুল কবির তুলি, রোকেয়া রহমান, রেজওয়ানা প্রধান, আফরোজা জেসমিন বিথী, মিনু, আবুল হোসেন, আকরাম হোসেন, আজগরসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share this post

PinIt
scroll to top