দেশের তথ্য ডেস্ক:- সাভার উপজেলায় সাতদিন ধরে এক স্কুলছাত্রের খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় গিয়েও সন্তানের সন্ধান না পাওয়ায় বাবা-মায়ের পাগলের মতো অবস্থা হয়েছে।
নিখোঁজ ওই স্কুলছাত্রের নাম মোহাম্মদ আকাশ (১৫)। সে সাভার পৌর এলাকার নামাগেন্ডা কবির হোসেনের ছেলে। আন্দনপুর ল্যাবরেটরী স্কুলের ৯ম শ্রেণির ছাত্র সে।
পরিবার জানায়, গত ৯ জুলাই সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে একা বের হয় আকাশ। সারাদিন পর স্কুল থেকে খবর পাঠানো হয় যে আকাশ স্কুলে আসছে না কেন? এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলে নিখোঁজের ঘটনায় গত ১২ জুলাই সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন আকাশের মা আকলিমা বেগম। তবে পুলিশ এখনো আকাশের বিষয়ে তাদের কিছু জানাতে পারেনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীপক চন্দ্র সাহা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, আকাশ খুবই ডেসপারেট ছেলে। যতটুকু বোঝা যাচ্ছে, সে নিজে থেকেই চলে গেছে।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘বাবা-মায়ের সম্পর্ক ভালো নয়। অভিভাবকেরা তার ওপর খেয়ালও ঠিকমতো রাখেননি।’
আকাশের চাচা মজিবুর রহমান বলেন, ‘আকাশ স্কুলে যায়নি বলে আমরা স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে তারা দেখাননি। পুলিশ স্কুলে শিক্ষকদের জিজ্ঞসাবাদ না করে উল্টো তাদের কথামতো সবকিছু করছে।’
স্কুল থেকেই তার ছেলের কিছু হয়েছে বলে সন্দেহ করছেন আকলিমা। তিনি বলেন, ‘পুলিশ ঠিকভাবে তদন্ত করলে আমার ছেলের খোঁজ পাওয়া যেত।’
গেন্ডা আন্দনপুর ল্যাবরেটরী স্কুলের মালিক আমিনুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ছেলেটি পড়াশোনায় ততটা মনোযোগী ছিল না। মাঝেমধ্যে কয়েক দিনের জন্য স্কুল থেকে চলে যেত। আবার ফিরে আসত। ৯ জুলাই বাড়ি থেকে স্কুলে আসেনি।’ ছেলেটিকে খুঁজে পেতে নিজেও চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, ‘অনেক জায়গায় গিয়েও তার কোনো খবর পাইনি। এখন মনে হচ্ছে, ছেলেটিকে স্কুলে ভর্তি করাটাই আমার ভুল হয়েছিল।