যশোরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮

jesor.jpg

দেশের তথ্য ডেস্ক:- যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯ জন। শনিবার (১৫ জুলাই) সকালে যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার (৩৩) এবং বাঘারপাড়া উপজেলার আব্দুল গফফারের (৬৫) মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯ জন আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত দুইজন চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন। তবে এ দুজন কেউই যশোরে থাকার সময় ডেঙ্গুতে আক্রান্ত হননি। তারা ঢাকায় থাকতেন, সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোরে এসে চিকিৎসা নিচ্ছিলেন।

Share this post

PinIt
scroll to top