কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই

kuddus.png

দেশের তথ্য ডেস্ক:-  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা গেছেন তিনি।

এম এ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এম এ কুদ্দুস সর্বশেষ দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক সংবাদসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। তার জন্মস্থান রাজবাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।

Share this post

PinIt
scroll to top