দেশের তথ্য ডেস্ক:- জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, নিশিরাতের ভোট ডাকাত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন লুটপাট ও দেশ পরিচালনায় অযোগ্যতা-অদক্ষতার কারণেই নিত্যপ্রয়োজনীয় পণ্য-দ্রব্যের মূল্য ক্রয় ক্ষমতার বাইরে। সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস চলছে। দেশের সর্বস্তরের মানুষ আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক দফার আন্দোলনে ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে অবৈধ লুটেরা সরকারের পতন নিশ্চিত হবে, ইনশাআলাহ্। মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে অচিরেই মাফিয়া সরকারের হাত থেকে রক্ষা পাবে প্রিয় মাতৃভূমি।
আগামী ১৭ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে শুক্রবার সকালে নগরীর দলীয় কার্যালয়ে জেলা কৃষক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বরেন। জেলা কৃষকদলের সভাপতি মোলা কবির হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। প্রধান বক্তা বাপ্পী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন মূল্যবৃদ্ধি, লুটপাট ও দুর্নীতিতে জর্জরিত নিশিরাতের ভোটডাকাত ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনায় চরম ব্যর্থতায় প্রিয় মাতৃভূমি আজ দেউলিয়াত্বের পথে। জনবিরোধী সরকারের হাতে দেশ আজ অনিরাপদ, সে কারণে জনবিচ্ছিন্ন ওরা মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে বিএনপি’র একের পর এক জনবান্ধব কর্মসূচিতে জনস্রোত দেখে জনবিচ্ছিন্ন সরকারের পায়ের তলায় মাটি নেই। আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য খুলনার তারুণ্যের সমাবেশ হাসিনা হঠাও আন্দোলনের জনবিস্ফোরণের রূপ নেবে। সভায় বিশেষ অতিথি’র বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম খান নান্নু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন এসএম কামরান হাসান, ফেরদাউস হোসাইন, বুলবুল আলম, শেখ কবির, বিএম আইয়ুব, সোহাগ সিকদার, জাহিদুর রহমান মিন্টু, শফিকুল ইসলাম, মুনসুর মীর, আলম হাওলাদার, লিটন শেখ, সাইফুল ইসলাম, বাপ্পি খান, ইফতেখার হোসেন, ইব্রাহিম সরদার ও আনিসুর রহমান রনি প্রমুখ।