দেশের তথ্য ডেস্ক:- খুলনায় ভারতীয় কম্বল, প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার র্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল রেলেওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, খুলনা জেলার সদর থানাধীন রেলেওয়ে স্টেশন এলাকায় কতিপয় ব্যক্তি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারতীয় কম্বল, প্রসাধনী, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করে খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। সংবাদের প্রেক্ষিতে র্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে চোরাকারবারি মোঃ হান্নান শেখ (৬০), মোঃ মিন্টু ফারাজী (৫০) মোঃ ওহিদুল শেখ (৩০) এবং মোঃ হাফিজুরকে (১৮) গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ভারতীয় পণ্য ২৫২ পিস পন্ডস ফেসওয়াশ, ৬৬ পিস হারমনি সাবান, ২৪ পিস ভারতীয় ডাভ সাবান, ১৪ পিস ফিয়ামা সাবান, ১২ পিস ফগ বডি স্প্রে, ৯৫২ পিস মাইফেয়ার ক্রিম, ৩৮৪ পিস স্কিন সাইন ক্রিম, ৮০৫ পিস স্কিন সানকিস ক্রিম, ১০০ প্যাকেট কাজু বাদাম, ৯৬ পিস ফিউস চকলেট, ৫০ পিস কিটক্যাট চকলেট, ২ কৌটা পেঁপে গোল্ড ৯৯৯এফ চকলেট, ৩ প্যাকেট প্রভুজি শনপাপড়ী, ৩২০ পিস দুলহান কেশ কালা তেল এবং ৩৮ পিস কম্বল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। র্যাব আরো জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে ভারত হতে শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আনায়ন করে খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের খুলনা জেলার সদর থানায় হস্তান্তরপূর্বক আসামিদের বিরুদ্ধে মামলা দয়ের করা হয়েছে।