দেশের তথ্য ডেস্ক:-
টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাপানের বিখ্যাত মিয়াজাকি বা সূর্যডিম আমের চারা রোপণ করা হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরে শহরের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সূর্যডিম আমের চারা রোপণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহ্সানুল বাসার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাহমুদুল হাসান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দুলাল উদ্দিন প্রমুখ।
পরে টাঙ্গাইল জেলা ও উপজেলা বিসিএস (কৃষি) কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।