দেশের তথ্য ডেস্ক:-
ফরাসি ক্লাব পিএসজির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কো ভেরাত্তির সাবেক এজেন্ট দোনাতো দি ক্যাম্পলি।
দি ক্যাম্পলি ক্রীড়া ওয়েবসাইট রেলেভোকে বলেছেন, প্যারিসে খেলোয়াড়রা অবরুদ্ধ। আপনি কখনো জানবেন না, তারা ক্লাবটিতে কী চায়; এটা একটা কারাগার এবং তাদের (খেলোয়াড়) ব্ল্যাকমেইল করা হয়।
তিনি আরও বলেছেন, পিএসজির মানসিকতা হলো সব সময় ব্ল্যাকমেইলের। আমরা (ভেরাত্তি সম্পর্কে) বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম; কিন্তু আমির (পিএসজির মালিক) সেটি পছন্দ করেননি। আল খেলাইফি (পিএসজি চেয়ারম্যান) এমনকি আমাকে বলেছিলেন, আমি যদি বার্সার সঙ্গে কোনো দেনদরবারে যাই তবে ভেরাত্তি আমাকে আর রাখবে না এবং সেটিই ঘটেছে। আমি নিশ্চিত, মার্কো ভয় পেয়েছিল। সে আমাকে সেটি জানায়নি, তবে এটাই ঘটেছে।