মেসির অবসর খুব বেশি দূরে নেই !

messi.webp

দেশের তথ্য ডেস্ক:-

বর্তমান ফুটবলে সবচেয়ে সুসজ্জিত খেলোয়াড় বিশ্বজয়ী লিওনেল মেসি। গোল, দলীয় শিরোপা ও ব্যক্তিগত অর্জন- সবই আছে তার ঝুলিতে। গত মাসেই ৩৬ বছরে পা দিয়েছেন মেসি। যে বয়সে বুটজোড়া তুলে রাখার কথা, সেই বয়সে তিনি আগের চেয়ে বেশি ক্ষুরধার। এরই মধ্যে ইউরোপের পাট চুকিয়ে নাম লিখিয়েছেন আমেরিকান ক্লাব ফুটবলে। সব মিলিয়ে ক্যারিয়ারের সায়াহ্নে এসে গেছেন বলা চলে। প্রশ্নটাও তাই এসে যায়, কবে অবসর নেবেন মেসি?

গত জুনে আর্জেন্টিনা ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এশিয়ায় সফর করে। সে সফরে মেসির সাক্ষাৎকার গ্রহণ করে ‘টেলিভিশন পাবলিকা’ নামে আর্জেন্টিনার একটি টিভি চ্যানেল। বুধবার (১৩ জুলাই) সেটি প্রকাশ করে চ্যানেলটি। সেখানেই মেসির অবসর প্রসঙ্গ ওঠে আসে। উপস্থাপিকার পাশাপাশি ভিডিওবার্তায় মেসির সতীর্থরাও অবসরের প্রশ্ন করেন তাকে।

সেখানে বরাবরের মতোই সরল জবাব দেন আর্জেন্টাইন মহাতারকা। অবসর প্রসেঙ্গ বলেন, ‘আমি জানি না কতদিন চালিয়ে যাব। কখন এটি হবে, তা নিয়ে ভাবি না। যখন হওয়ার হবে। ক্যারিয়ারের শেষ সময়ে এসে সবকিছু অর্জন করার পর এখন একটাই কাজ করি। খেলাটা উপভোগ করে যাই। জানি সময়টা খুব নিকটে, কিন্তু কখন তা জানি না। সৃষ্টিকর্তা ভালো জানেন সবকিছু।’
৪৬ মিনিটের দীর্ঘ সাক্ষাৎকারে নিজের খারাপ সময়, সেখান থেকে ফিরে আসা, সাফল্য পাওয়াসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন লিওনেল মেসি।

Share this post

PinIt
scroll to top