৬ বছরের উদ্ধারকৃত ২৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস যশোরে ।

madok.jpg

যশোরের বিভিন্ন সীমান্ত থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ভারতীয় ফেন্সিডিল, বিভিন্ন প্রকার মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, সাপের বিষ, আনাগ্রা, ভায়াগ্রা, সেনেগ্রা প্রভৃতি। বুধবার বেলা ১১টায় ৪৯ বিজিবি যশোর সদর দপ্তর প্রাঙ্গণে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা।
মাদকদ্রব্য ধ্বংসকরণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সেলিমুদ্দোজা, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইউসুফ মিয়া, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ।

বিজিবির খুলনা সেক্টর কমান্ডার মামুনুর রশীদ বলেন, মাদকাসক্তের কারনে একটি সমাজ, দেশ ও জাতি ধ্বংস হয়। তাই বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা গত ২০১৭ সালের পহেলা মে থেকে চলতি বছরের পহেলা মে পর্যন্ত ৬ বছরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। যা এদিন আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা। ধ্বংসকৃত মাদকদ্রব্যের পরিমাণ হলো, ৭৫ হাজার ৫ বোতল ফেন্সিডিল, ৫ হাজার ৫১৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ, ১ হাজার ৭০৩ কেজি গাঁজা, ৭ হাজার ৯৮২ কেজি হিরোইন, ২১ হাজার ৫ পিস ইয়াবা ট্যবলেট, ৬৯ হাজার ৫০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, ৩ হাজার ৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট ও সিরাপ এবং ১ পাউন্ড সাপের বিষ।

Share this post

PinIt
scroll to top