দেশের তথ্য ডেস্ক:-
খুলনা মহাপরিকল্পনাধীন এলাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বুধবার বেলা ১১টায় সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণাধীন অননুমোদিত স্থাপনার মালিককে বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে।
জানা গেছে সদর থানার টুটপাড়া মৌজা আর এস দাগ নং-৪৫১৭ (অংশ), ৪৫১৮ (অংশ) এর উপর আঃ ওয়াদুদ ও সোনাডাঙ্গা ইস্ট লেন আর এস দাগ নং-৪৩৩২ (অংশ) এর উপর নার্গিস সুলতানার নির্মাণাধীন অননুমোদিত স্থাপনা, আর এস দাগ নং-৪৩৩২ (অংশ) এর উপর মোঃ গোলাম মোস্তফা কর্তৃক নির্মিত ভবনের খেলাপী অংশ ভেঙে অপসারণের জন্য সময় প্রার্থনা করায় অঙ্গীকারনামা নেওয়া হয়। এছাড়া আঃ ওয়াদুদকে ৫০ হাজার, নার্গিস সুলতানাকে ১০ হাজার ও গোলাম মোস্তফাকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীনের উপস্থিতে উক্ত জরিমানা অর্থ আদায় করা হয়। এ সময় কেডিএ স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), শবনম সাবা ও অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। তাছাড়া কেডিএ’র ইমারত পরিদর্শকগণসহ বিভিন্ন স্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যগণ দায়িত্ব পালন করেন।