লালমনিরহাটের কালীগঞ্জে পঁচা আম বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে আজিজার রহমান (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত আজিজার রহমান রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষ্ণীটারী ইউনিয়নের পূর্ব ইচলি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, চর ইশোরকোল গ্রামের ওয়াব্বারের ছেলে আনোয়ারুল ইসলাম সিরাজুল মার্কেটে ফলের দোকান করেন।
সোমবার (১০ জুলাই) তার কাছ থেকে আম কিনেন রুদ্রেশ্বর গ্রামের আঃ জব্বারের ছেলে শামীম। সেই আম পঁচা ছিল, যা নিয়ে সোমবারও ক্রেতা-বিক্রেতার মাঝে বিতর্ক হয়। এরই জের ধরে আজ পুনরায় ক্রেতা-বিক্রেতার মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। এ সময় আনোয়ারুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে পাশের দোকানে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) চার্জ অফিসার হাবিবুর রহমান বলেন, আম বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাশে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান নিহত হয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।