বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থি: মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ।

Minister.jpg

নিজেস্ব ডেস্কঃ-

বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘সংবিধান পরিপন্থি যে কোনো দাবি অব্যাহত রাখা ইঙ্গিত করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের পরিকল্পনা করছে।’

বুধবার এক টুইটে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা তা হতে দেব না। আমরা শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে আপস করব না।’

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যৌথভাবে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ‘এক দফা’আন্দোলনের ঘোষণা দেবে। নেতা-কর্মীরা দাবি করে আসছেন যেন আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলন করার কথা রয়েছে দলটির। সম্মেলন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

Share this post

PinIt
scroll to top