মূল্যস্ফীতির কারণে পুরো অর্থবছরেই চাপে ছিল সাধারণ মানুষ

prothomalo-bangla_2023-07_b605ccaa-3aa4-4f35-bc73-1c1cd7293ef0_1.webp

এক যুগের মধ্যে সদ্য বিদায় নেওয়া পুরো অর্থবছরেই সবচেয়ে বেশি মূল্যস্ফীতির চাপে ছিল সাধারণ মানুষ। ২০১০-১১ অর্থবছরের পরে গত এক বছরে (জুলাই থেকে জুন মাস) এত চাপ কখনো দেখা যায়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ০২ শতাংশ। যা বছরওয়ারি হিসাবে এক যুগের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে মাসওয়ারি হিসাবে গত জুন মাসে মূল্যস্ফীতিসামান্য কমেছে। এ মাসে মূল্যস্ফীতি দাঁড়ায় ৯ দশমিক ৭৪ শতাংশ। এর আগের মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। গতকাল সোমবার এই তথ্য প্রকাশ করা হয়েছে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে পণ্যের মূল্যবৃদ্ধি এবং দেশে ডলারের মূল্যবৃদ্ধিতে আমদানি খরচ বাড়ে, যা মূল্যস্ফীতি বাড়িয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদেরা। এ ছাড়া জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় পর্যায়ে উৎপাদন খরচও বেড়েছে। কারসাজির মাধ্যমে পণ্যের দাম বাড়ানো ঠেকাতে তদারকির অভাবও ছিল বলে মনে করেন তাঁরা।

Share this post

PinIt
scroll to top