সিরিজটি ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ে পঞ্চমস্থানে উঠবে এবং ১০০ রেটিং পয়েন্ট ছাড়িয়ে যাবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ জুলাই প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ হবে ৮ এবং ১১ জুলাই।
৫০ ওভারের এই ফরম্যাটে বাংলাদেশ বরাবরই শক্তিশালী। গত বছরই আফগানদের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দুই দলের মুখোমুখি হওয়া ১১টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে ৭টিতে। তবে এবারের আফগানদের ওয়ানডে দলটাও দুর্দান্ত। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে