পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২ জুলাই) রাতে জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদিন ও তার স্বজনরা সাংবাদিকদের সহায়তায় দেওয়া তথ্যের ভিত্তিতে থানা পুলিশ বাড়িটিতে যায়।
এসআই মিলন কুমারের নেতৃত্বে শিবচর থানা পুলিশ একটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করে।গ্রেনেডটি পুরাতন জং পড়া তবে পিনযুক্ত। জয়নালের পরিবার বেশ কিছুদিন আগে পুকুর খননকালে বস্তুটি পায়। এরপর ওই্ বস্তুটি পরিত্যক্ত অবস্থায় বাড়িতেই ছিল। কয়েকদিন আগে জয়নালের কিশোর ছেলে তার মামা বাবু মোল্লার সঙ্গে মামাবাড়িতে বসে একটি সিনেমা দেখার সময় গ্রেনেড দেখতে পায়।এসময় ওই কিশোর মামাকে জানায় তাদের বাড়িতেও এ ধরনের একটি বস্তু আছে।বিষয়টি রবিবার রাতে বাবু মোল্লা স্থানীয় সাংবাদিকদের জানালে বিষয়টি শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেনকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে শিবচর থানা পুলিশের একটি টিম ওই বাড়িতে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।