জাপা সাবেক এমপি আবুল হোসেন আর নেই

Abul-Hossain.jpg

জাতীয় পার্টির প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন (৭৩)ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার ২৯ জুন ভারতে দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আবুল হোসেন খুলনা চেম্বার এর সাবেক সভাপতি ও জাপা নেতা আবুল কাশেমের বড় ভাই।

লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে গত কয়েক মাস ধরে তিনি দিল্লি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।গত চারদিন তিনি আই সি ইউ তে লাইফ সাপোর্টে ছিলেন।
তিনি খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি ছিলেন। ছিলেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি কৈয়া এলাকায় শেখ আবুল কাশেম কলেজের প্রতিষ্ঠাতা। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ভারত থেকে তার মরদেহ দেশে আসার পর জানাযা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে

Share this post

PinIt
scroll to top