কাঁচা মরিচের ঝাঁজ বেড়েই চলেছে। ঝাঁজ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে এখন মাত্র ১শ গ্রাম কাঁচা মরিচ কিনতে হচ্ছে ১০০ টাকায়। অর্থাৎ এক কেজি কাঁচা মরিচের দাম এখন এক হাজার টাকা। সারাদেশের মতো কাঁচা মরিচের সেই ঝাঁজ লেগেছে ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতেও। জেলার সব এলাকাতেই কাঁচা মরিচের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার এই অনুষঙ্গের দাম।
শনিবার (১ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা ৬০০ টাকায় বিক্রি হলেও দুপুর থেকে ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ টাকা দরে।
তবে শহরের চেয়ে গ্রামের বাজারগুলোতে আরও বেশি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এদিন আখাউড়া উপজেলার বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি ৮০০ টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকায়।
ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজি এবং বাজার মনিটরিং না করার কারণে কাঁচা মরিচের দাম বেড়েই চলেছে।