Dhaka 12:14 am, Saturday, 5 July 2025

সেই পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা, স্বর্ণালঙ্কার ছাড়াও এবারও পাওয়া গেছে একাধিক চিঠি ও চিরকুট। এর মধ্যে একটি চিরকুটে লেখা ছিল, ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়?’ — যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় মসজিদের ৯টি দানবাক্স ও ২টি ট্রাঙ্ক খোলা হয় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে। নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল।

প্রতিবারের মতো এবারও দানবাক্স থেকে অর্থের পাশাপাশি মনোবাসনা পূরণের আশায় মানুষজনের লেখা চিঠি ও চিরকুট পাওয়া যায়। এমনকি এর আগেও ২০২৩ সালের ১৭ আগস্ট পাওয়া এক চিঠিতে অজ্ঞাত এক ব্যক্তি লিখেছিলেন— ‘আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন।’ সেই চিঠিটিও তৎকালীন সময়ে ব্যাপক আলোড়ন তোলে।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “আপনারা জানেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি স্থান। সব ধর্মের মানুষই এখানে দান করেন। এসব দানকৃত অর্থ দিয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে, যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন।”

প্রতিবারের মতো এবারও পাগলা মসজিদের দানবাক্সে মানুষের বিশ্বাস, আবেগ, প্রার্থনা আর নানা ধরনের বার্তা যেন ছড়িয়ে পড়ছে পুরো সমাজে।

 

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

সেই পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়’

প্রকাশঃ 06:50:05 am, Saturday, 12 April 2025

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা, স্বর্ণালঙ্কার ছাড়াও এবারও পাওয়া গেছে একাধিক চিঠি ও চিরকুট। এর মধ্যে একটি চিরকুটে লেখা ছিল, ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়?’ — যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় মসজিদের ৯টি দানবাক্স ও ২টি ট্রাঙ্ক খোলা হয় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে। নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল।

প্রতিবারের মতো এবারও দানবাক্স থেকে অর্থের পাশাপাশি মনোবাসনা পূরণের আশায় মানুষজনের লেখা চিঠি ও চিরকুট পাওয়া যায়। এমনকি এর আগেও ২০২৩ সালের ১৭ আগস্ট পাওয়া এক চিঠিতে অজ্ঞাত এক ব্যক্তি লিখেছিলেন— ‘আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন।’ সেই চিঠিটিও তৎকালীন সময়ে ব্যাপক আলোড়ন তোলে।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “আপনারা জানেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি স্থান। সব ধর্মের মানুষই এখানে দান করেন। এসব দানকৃত অর্থ দিয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে, যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন।”

প্রতিবারের মতো এবারও পাগলা মসজিদের দানবাক্সে মানুষের বিশ্বাস, আবেগ, প্রার্থনা আর নানা ধরনের বার্তা যেন ছড়িয়ে পড়ছে পুরো সমাজে।