টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর পাঠানো ৬০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে সন্তানসহ প্রেমিকের সঙ্গে পালিয়েছেন প্রবাসীর স্ত্রী সালমা আক্তার—এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার মহদীনগর গ্রামের টুটুল মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত। স্ত্রী সালমা আক্তারের নামে তিনি ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকা পাঠিয়েছেন। এছাড়াও পাঠিয়েছেন স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় ঘরগৃহস্থালির জিনিসপত্র। তবে সেই অর্থ ও স্বর্ণালঙ্কার দিয়ে স্ত্রী সালমা আক্তার প্রেমিক আব্দুল কাদেরের (পিতা: জয়নাল মিয়া, গ্রাম: নরদানা) বাড়িতে পাকাঘর নির্মাণ ও বরাঢী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দেন।
গত ১৮ মার্চ, পাঁচ বছরের পুত্র সন্তান সালমানকে নিয়ে পরকীয়া প্রেমিক কাদেরের সঙ্গে পালিয়ে যান সালমা আক্তার। ঘটনার পর টুটুল মিয়ার পরিবার থানায় মামলা দায়ের করে। মামলার বাদী টুটুলের বোন তাসলিমা আক্তার বলেন, “আমার ভাই বিদেশে থাকায় আমি বাদী হয়ে মামলা করেছি। ভাইয়ের সবকিছু নিয়ে এখন সে নিঃস্ব। তার স্ত্রী ৫ বছরের সন্তানসহ পালিয়ে গেছে।”
টুটুল মিয়া বলেন, “বিদেশে কঠোর পরিশ্রম করে স্ত্রীর নামে যা কিছু পাঠিয়েছি, সব শেষ। সন্তান ও সহায়-সম্পদ হারিয়ে এখন পথে পথে ঘুরছি। আমি স্ত্রীর ও সন্তানের নিরাপদ ফিরে আসা এবং প্রতারক প্রেমিকের শাস্তি চাই।”
এদিকে অভিযুক্ত সালমা আক্তার ও আব্দুল কাদেরের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, “মামলার পর থেকে প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারে কাজ চলছে।”