রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ভারত ফেরত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন।
গ্রেফতার হওয়া নেতারা হলেন—কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই এবং মতিঝিল ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদল।
পুলিশ জানিয়েছে, গণঅভ্যুত্থানের পর মোস্তফা জামান বাদল ভারত পালিয়ে যান। সেখান থেকে নেপাল হয়ে দেশে ফেরেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করে তাদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পল্টন থানার ওসি নাসিরুল আমীন জানান, দেশে ফিরে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা জানতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের ধারণা, চলমান রাজনৈতিক অস্থিরতায় তারা সক্রিয় ভূমিকা রাখছিলেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত ৫ আগস্টের পর তারা ভারত পালিয়ে যান এবং পরে নেপালের পথ হয়ে গোপনে দেশে ফিরে আসেন। দেশে ফিরে আন্দোলনকে চাঙ্গা করতে সক্রিয় ছিলেন দুই নেতা। তাদের নেতৃত্বেই গুলিস্তান ও পল্টন এলাকায় কয়েকটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়া, ৫ আগস্ট ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় তারা একাধিক হত্যা মামলার আসামি। নতুন করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।