Dhaka 11:05 am, Tuesday, 20 May 2025

জামিনে বের হয়েই মারধরের শিকার, আদালত থেকে পেলেন আরেক দুঃসংবাদ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাড়াশ থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুকের আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, গত বছরের ৪ আগস্ট তাড়াশ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে একটি হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন সাবেক এই সংসদ সদস্য। তবে কারামুক্তির পরপরই জেলা কারাগার চত্বরে তাকে গণধোলাইয়ের শিকার হতে হয়। ঘটনার পরপরই পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, “সাবেক এমপিকে নিরাপত্তার স্বার্থে থানায় রাখা হয়েছিল।”

উল্লেখ্য, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পেলেও ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও তাকে কারাগারে পাঠানো হলো।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকরামুজ্জান মিনা গ্রেপ্তার

জামিনে বের হয়েই মারধরের শিকার, আদালত থেকে পেলেন আরেক দুঃসংবাদ

প্রকাশঃ 09:43:54 am, Wednesday, 9 April 2025

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাড়াশ থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুকের আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, গত বছরের ৪ আগস্ট তাড়াশ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে একটি হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন সাবেক এই সংসদ সদস্য। তবে কারামুক্তির পরপরই জেলা কারাগার চত্বরে তাকে গণধোলাইয়ের শিকার হতে হয়। ঘটনার পরপরই পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, “সাবেক এমপিকে নিরাপত্তার স্বার্থে থানায় রাখা হয়েছিল।”

উল্লেখ্য, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পেলেও ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও তাকে কারাগারে পাঠানো হলো।