আজ খুলনা মহানগরীর লবণচরা থানাধীন বান্দা বাজার পাকার মাথায় আজ সকাল অনুমানিক ১১টা ১০ মিনিটে একটি পিকআপ ভ্যান ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের সকাল ১১টা ৫০ মিনিটে হাসপাতালের সার্জারি বিভাগের (ওয়ার্ড ৯-১০) ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের নাম ও পরিচয় নিম্নরূপ:
১. অনিক (১৮), ইজিবাইক চালক; পিতা: রিয়াজ; ঠিকানা: বউবাজার, থানা: লবণচরা, খুলনা। তিনি মাথায় আঘাত পেয়েছেন।
২. সোহেল (৩০); পিতা: আব্দুস সাত্তার; ঠিকানা: লবণচরা মাদ্রাসা রোড, খুলনা। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।
৩. সজল (২১); পিতা: মালিক হাওলাদার; ঠিকানা: রুপসা স্ট্যান্ড রোড, থানা: সদর, খুলনা। তিনি মাথায় হালকা আঘাত পেয়েছেন।
৪. রুপা (২৫); স্বামী: আজিজ; ঠিকানা: শিপইয়ার্ড কলোনি, থানা: লবণচরা, খুলনা। তার শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।
৫. মোমেনা (৫০); স্বামী: আজিজ; ঠিকানা: শিপইয়ার্ড কলোনি, থানা: লবণচরা, খুলনা। তিনিও হালকা আঘাত পেয়েছেন।
এ বিষয়ে লবণচরা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।