খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অব্যহতিপ্রাপ্ত মহিলা কাউন্সিলর এড. জেসমিন পারভীন জলিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শনিবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলনা সদর থানায় দায়েরকৃত মামলায় (যার নং-১৮) সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় হিসেবে বিচার করা নেত্রী তিনি। তার প্রভাব থেকে বাচতে পারে নি এলাকার সাংবাদিক সহ পরিবারের সদস্যরা। ক্ষমতার দাপট দেখিয়ে সে অন্যায়কে প্রতিষ্ঠিত করাই ছিলো তার একমাত্র কাজ। অবশেষে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার হয় তিনি। খুলনার সচেতন মহল তার সুষ্ঠ বিচার দাবি করে।
মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলাম বলেন, এ্যাড. জেসমিন পারীভন জলি (৫৭) খুলনা সদর থানায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার (যার নং-২৪) এজাহারনামীয় আসামী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।।