Dhaka 1:12 am, Saturday, 5 July 2025

কারাগার থেকে বের হতেই অপ্রত্যাশিত কান্ড, ফের পুলিশ হেফাজতে সেই এমপি

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আজিজকে জামিনে মুক্তির পর জেলগেটেই ছাত্র-জনতা আটক করে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

জানা গেছে, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ৪ ফেব্রুয়ারি থেকে ডা. আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর মঙ্গলবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই অপেক্ষমাণ ছাত্র-জনতা তাকে আটক করে মারধর করে এবং পরে সদর থানায় হস্তান্তর করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছাত্র-জনতা সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে থানায় নিয়ে এসেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।”

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন ডা. আজিজ। এরপর তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তদন্তের স্বার্থে তাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।

উল্লেখ্য, ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

কারাগার থেকে বের হতেই অপ্রত্যাশিত কান্ড, ফের পুলিশ হেফাজতে সেই এমপি

প্রকাশঃ 05:03:50 am, Wednesday, 9 April 2025

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আজিজকে জামিনে মুক্তির পর জেলগেটেই ছাত্র-জনতা আটক করে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

জানা গেছে, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ৪ ফেব্রুয়ারি থেকে ডা. আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর মঙ্গলবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই অপেক্ষমাণ ছাত্র-জনতা তাকে আটক করে মারধর করে এবং পরে সদর থানায় হস্তান্তর করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছাত্র-জনতা সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে থানায় নিয়ে এসেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।”

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন ডা. আজিজ। এরপর তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তদন্তের স্বার্থে তাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।

উল্লেখ্য, ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।