জিতলেই প্লে-অফে, কিন্তু হারলেই বিদায় – এমন সমীকরণ নিয়েই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নেমেছিল খুলনা টাইগার্স। বাঁচা-মরার ম্যাচে খুলনার বোলাররা ঢাকাকে অল্প রানেই আটকে রেখে তাদের কাজটা করে দিয়েছিল। বাকি কাজটা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে সারলেন। দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন অধিনায়ক মিরাজ। তাতে বিপিএলের ১১তম আসরের প্লে-অফের লাইনআপও নিশ্চিত হয়ে গেল।
শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স।
এদিন টস জিতে আগে ব্যাট করে ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে খুলনা ১৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
খুলনা ১২ ম্যাচের ৬টিতে জয়ে পাওয়া ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ পর্ব শেষ করল। দুর্বার রাজশাহীও খুলনার সমান পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে থাকায় পঞ্চম স্থানে থেকে শেষ করেছে।