Dhaka 9:17 am, Thursday, 17 April 2025

সরি আব্বু-আম্মু, মাফ করে দিও: লিখে সেই বিএনপি নেত্রীর অপ্রত্যাশিত কান্ড

সম্প্রতি ”ধ”’র্ষ”ণ” ও ”হ”ত্যা”’র” হুমকি পেয়ে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি। তবে এ অবস্থায় অনেকটাই আত্মবিশ্বাসী ছিলেন, আর যাই হোক এই বিপদের দিনে দলের নেতাকর্মীরা পাশে এসে দাঁড়াবে। কিন্তু আশা অনুযায়ী তেমন কিছুই না হওয়ায় শেষমেষ আ”ত্মহ’ন’নের চেষ্টা করেন তিনি।

রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঘুমের ওষুধ খেয়ে এবং হাতের শিরা কেটে আ”ত্ম’হ”ন’নে’র চেষ্টা করেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর অবস্থায় উর্মিকে লালমাটিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওরিনের বড় বোন, কেন্দ্রীয় মহিলা দলের সহ-মানবাধিকার সম্পাদক ফাতিমা তুজ জোহরা বিষয়টি সম্পর্কে অবহিত করেন। চিকিৎসাধীন নওরিনের পাশে বসে থাকা অবস্থায় তিনি তার ফেসবুক আইডি থেকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন।

আত্মহত্যার চেষ্টা করার আগে উর্মি ফেসবুকে একটি স্ট্যাটাসও পোস্ট করেন। সেই পোস্টে উর্মি লিখেছিলেন, ‘সরি আব্বু-আম্মু। আমি ক্লান্ত। মাফ করে দিও।’

এদিকে, রবিবার (৬ এপ্রিল) রাতে উর্মির বোন ফাতিমা তুজ জোহরা একটি ফেসবুক পোস্টে বলেন যে ”ধ”’র্ষ”’ণ ও ”’হ”’ত্যা”’র হুমকি পাওয়ার পর ছাত্রদলের কোনও নেতা-কর্মী তার পাশে না আসায় হতাশা থেকে তিনি আ”ত্ম”হ””ত্যা”’র চেষ্টা করেছেন বলে ধা’র’ণা করা হচ্ছে।

 

এগিয়ে গত কয়েকদিন আগেই সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ”’ধ”র্ষ”’ণ” ও ””হ”ত্যা”র হুমকি পান তিনি। এ বিষয়টি তিনি নেতাকর্মীদের অবগত করলেও দলের কোনো নেতাকর্মীকে পাশে পাননি তিনি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সরি আব্বু-আম্মু, মাফ করে দিও: লিখে সেই বিএনপি নেত্রীর অপ্রত্যাশিত কান্ড

প্রকাশঃ 06:58:52 am, Tuesday, 8 April 2025

সম্প্রতি ”ধ”’র্ষ”ণ” ও ”হ”ত্যা”’র” হুমকি পেয়ে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি। তবে এ অবস্থায় অনেকটাই আত্মবিশ্বাসী ছিলেন, আর যাই হোক এই বিপদের দিনে দলের নেতাকর্মীরা পাশে এসে দাঁড়াবে। কিন্তু আশা অনুযায়ী তেমন কিছুই না হওয়ায় শেষমেষ আ”ত্মহ’ন’নের চেষ্টা করেন তিনি।

রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঘুমের ওষুধ খেয়ে এবং হাতের শিরা কেটে আ”ত্ম’হ”ন’নে’র চেষ্টা করেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর অবস্থায় উর্মিকে লালমাটিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওরিনের বড় বোন, কেন্দ্রীয় মহিলা দলের সহ-মানবাধিকার সম্পাদক ফাতিমা তুজ জোহরা বিষয়টি সম্পর্কে অবহিত করেন। চিকিৎসাধীন নওরিনের পাশে বসে থাকা অবস্থায় তিনি তার ফেসবুক আইডি থেকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন।

আত্মহত্যার চেষ্টা করার আগে উর্মি ফেসবুকে একটি স্ট্যাটাসও পোস্ট করেন। সেই পোস্টে উর্মি লিখেছিলেন, ‘সরি আব্বু-আম্মু। আমি ক্লান্ত। মাফ করে দিও।’

এদিকে, রবিবার (৬ এপ্রিল) রাতে উর্মির বোন ফাতিমা তুজ জোহরা একটি ফেসবুক পোস্টে বলেন যে ”ধ”’র্ষ”’ণ ও ”’হ”’ত্যা”’র হুমকি পাওয়ার পর ছাত্রদলের কোনও নেতা-কর্মী তার পাশে না আসায় হতাশা থেকে তিনি আ”ত্ম”হ””ত্যা”’র চেষ্টা করেছেন বলে ধা’র’ণা করা হচ্ছে।

 

এগিয়ে গত কয়েকদিন আগেই সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ”’ধ”র্ষ”’ণ” ও ””হ”ত্যা”র হুমকি পান তিনি। এ বিষয়টি তিনি নেতাকর্মীদের অবগত করলেও দলের কোনো নেতাকর্মীকে পাশে পাননি তিনি।