ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কনস্টেবল মো. রিয়াদ হোসেন এবার পাচ্ছেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)’। আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করায় তাকে এ স্বীকৃতি দেওয়া হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় রিয়াদ হোসেনের দায়িত্ব পালনের একটি ভিডিও। সেখানে দেখা যায়, তিনি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে কাউকে আঘাত না করে অভিনয়ের মাধ্যমে লাঠিচার্জ করছেন। ভিডিওটি প্রশংসা কুড়ায় সর্বমহলে। আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক আসিফ নজরুলও তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে রিয়াদের প্রশংসা করেন।
এরপর রিয়াদের পরিচয় সামনে আসে—তিনি ডিএমপির একনিষ্ঠ পুলিশ সদস্য। জনশৃঙ্খলা রক্ষায় মানবিকতা ও দায়িত্বশীলতার অনন্য নজির স্থাপন করায় এবার তার হাতে উঠছে সম্মানজনক রাষ্ট্রপতি পুলিশ পদক।
রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, রিয়াদ হোসেনকে ২০২৫ সালের ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব ও বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হচ্ছে। প্রজ্ঞাপনের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই সাধারণ মানুষ রিয়াদের এই স্বীকৃতিকে সাধুবাদ জানিয়েছে। অনেকেই আশা করছেন, পুলিশ সদস্যদের মধ্যে মানবিকতা ও পেশাদারিত্বের এমন দৃষ্টান্ত আরও প্রতিষ্ঠা পাবে।