‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জনকারী শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তাহমিনা রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু তাকে বহিষ্কার করার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, “তাহমিনা রহমানকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিয়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।”
জানা গেছে, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলে, তাদের ‘ডাবল অ্যাবসেন্ট’ দেওয়ার হুমকি দেন তাহমিনা রহমান। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
উল্লেখ্য, বিশ্বব্যাপী চলমান ইসরায়েল-গাজা সংকটের প্রতিবাদে বিভিন্ন দেশে শিক্ষার্থীরা ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এই আন্দোলনের প্রতিধ্বনি দেখা যাচ্ছে।