Dhaka 4:58 am, Tuesday, 20 May 2025

জমে উঠেছে বিভিন্ন মার্কেটে ও মলে ঈদের কেনাকাটা , অন্যদিকে পথ চলতি ক্রেতাদের জন্য ইফতার পার্টি।

আজ ২৭ শে মার্চ বৃহস্পতিবার, আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি, ঈদ উৎসবের , তাই নতুন জামা কাপড় কিনতে ব্যস্ত মুসলিম সম্প্রদায়ের পরিবারেরা,

আর ঈদকে ঘিরেই জমে উঠেছে কলকাতার নামিদামী মার্কেট ও শপিং মল গুলি, দুপুর থেকে দূর দূরান্ত থেকে ক্রেতারা কিনতে এসেছেন কলকাতার, শিরাম মার্কেট, হক মার্কেট, সিমপ্লেক্স মল, শ্যামবাজার মার্কেট, গড়িয়াহাট মার্কেট , সিটি মার্ট, সিটি স্টাইল , ভি বাজার থেকে শুরু করে খাদিম ও শ্রীলেদার্সের শোরুমে, শুধু তাই নয় ফুটপাতে বসা বিভিন্ন চমকদারী জিনিস কিনতে ব্যাস্ত হয়ে পড়েছেন ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, তাহাদের পছন্দের সই জিনিস কেনার জন্য দোকানে দোকানে ভিড় জমিয়েছেন।

আবার কোথাও কোথাও মার্কেটে ইফতার পার্টিতে উপস্থিত হয়েছেন বিধায়ক থেকে শুরু করে কলকাতা কর্পোরেশনের পৌর পিতা ও পৌর মাতারা।

অন্যদিকে চোখে পড়লো নিউমার্কেটের সংযোগস্থলে অন্যতম মল শ্রীরাম মার্কেট, প্রতি বছর বিভিন্ন উৎসবে এই মলটিকে সাজিয়ে তুলেন বিভিন্ন কারুকার্যের মধ্য দিয়ে, এবারেও ঈদ উপলক্ষে তাহারা মার্কেটটিকে সাজিয়েছেন এবং সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছেন। তবে জানা গেল , ধারা কেনাকাটা করতে আসছেন, ছাড়া কিছু হতভম্ব হয়ে পড়ছেন কারণ পছন্দ সেই জিনিসের দাম নাগাল ছাড়া। এদিকে ঈদের জন্য ফলের দামেও আগুন সব মিলিয়ে কে তারা একটু অস্বস্তিতে ভুগছেন।

আর সকল ক্রেতাদের জন্য বিভিন্ন সংস্থা থেকে শুরু করে, বিভিন্ন ইউনিয়ন পথ চলতি মানুষ ও মার্কেটে আসা ক্রেতাদের জন্য ইফতারের ব্যবস্থা করছেন।, যাতে কেউ ইফতার থেকে বাদ না পড়ে, তার দিকেও তারা খেয়াল রাখছেন। প্রতিদিনই কোন না কোন সংস্থা এই ইফতার পার্টির আয়োজন করছেন।, এবং সেখানে ইফতারের সময় ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ থেকে ক্রেতারা । তবে যাতে কারো অসুবিধে না হয় বারবার মাইকিং করেও ঘোষণা করতে দেখা যায়। আপনারা আসুন এবং ইফতারে যোগদান করুন, আমাদের সেবকেরা আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য রয়েছেন। ঠিক বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে ছটার মধ্যে কয়েকশো পথ চলতি মানুষও ক্রেতা ইফতারি জমায়েত হয়েছেন।

অন্যদিকে প্রশাসনের তরফ থেকেও নজরদারী চালাচ্ছেন, যাতে কোনরকম গন্ডগোল না হয়, মাঝে মাঝে দেখা যায় ক্রেতাদের উদ্দেশ্যে ঘোষণা করতে, আপনার আপনাদের মোবাইল ও টাকার ব্যাগ সাবধানে রাখুন, কিছু অসাধু ব্যক্তি মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করছে, এমনকি মাঝে মাঝেই অফিসারদের টহল দিতেও দেখা যায়। পাঁচটা থেকে ভিড় আরো বেশি জমতে শুরু করছে। এই ঈদ উৎসবেই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নতুন জামা প্যান্ট পড়ে সকলকে শুভেচ্ছা বিনিময় করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকরামুজ্জান মিনা গ্রেপ্তার

জমে উঠেছে বিভিন্ন মার্কেটে ও মলে ঈদের কেনাকাটা , অন্যদিকে পথ চলতি ক্রেতাদের জন্য ইফতার পার্টি।

প্রকাশঃ 04:02:23 am, Friday, 28 March 2025

আজ ২৭ শে মার্চ বৃহস্পতিবার, আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি, ঈদ উৎসবের , তাই নতুন জামা কাপড় কিনতে ব্যস্ত মুসলিম সম্প্রদায়ের পরিবারেরা,

আর ঈদকে ঘিরেই জমে উঠেছে কলকাতার নামিদামী মার্কেট ও শপিং মল গুলি, দুপুর থেকে দূর দূরান্ত থেকে ক্রেতারা কিনতে এসেছেন কলকাতার, শিরাম মার্কেট, হক মার্কেট, সিমপ্লেক্স মল, শ্যামবাজার মার্কেট, গড়িয়াহাট মার্কেট , সিটি মার্ট, সিটি স্টাইল , ভি বাজার থেকে শুরু করে খাদিম ও শ্রীলেদার্সের শোরুমে, শুধু তাই নয় ফুটপাতে বসা বিভিন্ন চমকদারী জিনিস কিনতে ব্যাস্ত হয়ে পড়েছেন ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, তাহাদের পছন্দের সই জিনিস কেনার জন্য দোকানে দোকানে ভিড় জমিয়েছেন।

আবার কোথাও কোথাও মার্কেটে ইফতার পার্টিতে উপস্থিত হয়েছেন বিধায়ক থেকে শুরু করে কলকাতা কর্পোরেশনের পৌর পিতা ও পৌর মাতারা।

অন্যদিকে চোখে পড়লো নিউমার্কেটের সংযোগস্থলে অন্যতম মল শ্রীরাম মার্কেট, প্রতি বছর বিভিন্ন উৎসবে এই মলটিকে সাজিয়ে তুলেন বিভিন্ন কারুকার্যের মধ্য দিয়ে, এবারেও ঈদ উপলক্ষে তাহারা মার্কেটটিকে সাজিয়েছেন এবং সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছেন। তবে জানা গেল , ধারা কেনাকাটা করতে আসছেন, ছাড়া কিছু হতভম্ব হয়ে পড়ছেন কারণ পছন্দ সেই জিনিসের দাম নাগাল ছাড়া। এদিকে ঈদের জন্য ফলের দামেও আগুন সব মিলিয়ে কে তারা একটু অস্বস্তিতে ভুগছেন।

আর সকল ক্রেতাদের জন্য বিভিন্ন সংস্থা থেকে শুরু করে, বিভিন্ন ইউনিয়ন পথ চলতি মানুষ ও মার্কেটে আসা ক্রেতাদের জন্য ইফতারের ব্যবস্থা করছেন।, যাতে কেউ ইফতার থেকে বাদ না পড়ে, তার দিকেও তারা খেয়াল রাখছেন। প্রতিদিনই কোন না কোন সংস্থা এই ইফতার পার্টির আয়োজন করছেন।, এবং সেখানে ইফতারের সময় ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ থেকে ক্রেতারা । তবে যাতে কারো অসুবিধে না হয় বারবার মাইকিং করেও ঘোষণা করতে দেখা যায়। আপনারা আসুন এবং ইফতারে যোগদান করুন, আমাদের সেবকেরা আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য রয়েছেন। ঠিক বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে ছটার মধ্যে কয়েকশো পথ চলতি মানুষও ক্রেতা ইফতারি জমায়েত হয়েছেন।

অন্যদিকে প্রশাসনের তরফ থেকেও নজরদারী চালাচ্ছেন, যাতে কোনরকম গন্ডগোল না হয়, মাঝে মাঝে দেখা যায় ক্রেতাদের উদ্দেশ্যে ঘোষণা করতে, আপনার আপনাদের মোবাইল ও টাকার ব্যাগ সাবধানে রাখুন, কিছু অসাধু ব্যক্তি মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করছে, এমনকি মাঝে মাঝেই অফিসারদের টহল দিতেও দেখা যায়। পাঁচটা থেকে ভিড় আরো বেশি জমতে শুরু করছে। এই ঈদ উৎসবেই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নতুন জামা প্যান্ট পড়ে সকলকে শুভেচ্ছা বিনিময় করেন।