Dhaka 4:46 am, Tuesday, 20 May 2025

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে, নাট্যদল ও সাংস্কৃতিক কর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা।

আজ ২৭শে মার্চ বৃহস্পতিবার, ঠিক বিকেল সাড়ে তিনটায়, শিয়ালদা জগৎ সিনেমা হলের কাছ থেকে মানিকতলা রামমোহন হল পর্যন্ত, বিভিন্ন নাট্যদল ও সংস্কৃতিক সংস্থা উদ্যোগে, এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথ‌ নাটিকার আয়োজন হলো।

এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভদ্রা বসু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধ্যা দে, বিশেষ অতিথি সুরঞ্জনা দাশগুপ্ত, সভাপতি পবিত্র সরকার সহ ও অন্যান্যরা।

এই শোভাযাত্রায় অংশ নেন, এবং অনুষ্ঠানকে সুন্দরময় করে তুলেন, যে সকল সংস্থার উপস্থিতিতে এবং নাট্যকার ও শিল্পীদের উপস্থিতিতে, তাহাদের মধ্যে ছিলেন, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ক্লান্তি শিল্পী সংঘ, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ, পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ, জনবাদী লেখক সংঘ, পশ্চিমবঙ্গ ছোট পত্রিকা সমন্বয় সমিতি, ভাষা ও চেতনা সমিতি, গ্রুপ থিয়েটার পত্রিকা , ভারতীয় লোক সংস্কৃতি সংসদ , সংস্কৃত সমন্বয়, ভারতীয় গণসংস্কৃতি সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ , এবং মালায়ালাম সংস্থা সহ অন্যান্যরাও যোগ দিয়েছেন।

আজ সারাদেশে পালিত হচ্ছে এই নাট্য দিবস, বিভিন্ন মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশন, তেমনি আজ রামমোহন হলেও বিভিন্ন রকম নাটক ও সংস্কৃতির আয়োজন হয়।, প্রায় কয়েকশো শিল্পী ও নাট্যকার মঞ্চে উপস্থিত হন।
ইদানিং মানুষের নাটক দেখার হার অনেকটাই বেড়েছে এবং অনেক নতুন প্রজন্মের শিল্পীরা, নাটকে যোগ দিয়েছে এবং নতুন নতুন নাটক তৈরি করছেন। প্রায় বিভিন্ন হলেও নাট্য উৎসব হতে দেখা যায়, বিভিন্ন নাট্য সংস্থা এই সকল নাট্যমেলায় অংশগ্রহণ করেন, শুধু নতুন প্রজন্মের শিল্পীরায় নয় বহু পুরাতন শিল্পী এবং নামিদামী সিরিয়াল ও সিনেমা খ্যাত আর্টিস্টরা ইদানিং নাটকে যোগদান করছেন, এবং নাট্যপ্রেমীদের মন জয় করছেন, আজ সেই কথা কে মাথায় রেখে আমরা নাট্য দিবস উদযাপন করলাম, যাতে কেউ না এই দিনটি ভুলে না যায় , যে সকল নাট্যপ্রেমী বা নাট্যকার ও শিল্পিরা রয়েছেন, নাটক থেকেই আজ অনেক বড় বড় শিল্পী তৈরি হয়েছে। বিভিন্ন সংস্থায় নাটক করে তারা ভিন্ন দেশেও পাড়ি দিচ্ছেন শুধু পশ্চিমবঙ্গেই নয়। ইদানিং অনেক ভালো ভালো লেখকরা নতুন করে নাটক লেখার কাজ শুরু করেছে। বহু নতুন নাটকের বইয়েও তৈরি হয়েছে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকরামুজ্জান মিনা গ্রেপ্তার

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে, নাট্যদল ও সাংস্কৃতিক কর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা।

প্রকাশঃ 03:42:37 am, Friday, 28 March 2025

আজ ২৭শে মার্চ বৃহস্পতিবার, ঠিক বিকেল সাড়ে তিনটায়, শিয়ালদা জগৎ সিনেমা হলের কাছ থেকে মানিকতলা রামমোহন হল পর্যন্ত, বিভিন্ন নাট্যদল ও সংস্কৃতিক সংস্থা উদ্যোগে, এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথ‌ নাটিকার আয়োজন হলো।

এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভদ্রা বসু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধ্যা দে, বিশেষ অতিথি সুরঞ্জনা দাশগুপ্ত, সভাপতি পবিত্র সরকার সহ ও অন্যান্যরা।

এই শোভাযাত্রায় অংশ নেন, এবং অনুষ্ঠানকে সুন্দরময় করে তুলেন, যে সকল সংস্থার উপস্থিতিতে এবং নাট্যকার ও শিল্পীদের উপস্থিতিতে, তাহাদের মধ্যে ছিলেন, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ক্লান্তি শিল্পী সংঘ, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ, পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ, জনবাদী লেখক সংঘ, পশ্চিমবঙ্গ ছোট পত্রিকা সমন্বয় সমিতি, ভাষা ও চেতনা সমিতি, গ্রুপ থিয়েটার পত্রিকা , ভারতীয় লোক সংস্কৃতি সংসদ , সংস্কৃত সমন্বয়, ভারতীয় গণসংস্কৃতি সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ , এবং মালায়ালাম সংস্থা সহ অন্যান্যরাও যোগ দিয়েছেন।

আজ সারাদেশে পালিত হচ্ছে এই নাট্য দিবস, বিভিন্ন মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশন, তেমনি আজ রামমোহন হলেও বিভিন্ন রকম নাটক ও সংস্কৃতির আয়োজন হয়।, প্রায় কয়েকশো শিল্পী ও নাট্যকার মঞ্চে উপস্থিত হন।
ইদানিং মানুষের নাটক দেখার হার অনেকটাই বেড়েছে এবং অনেক নতুন প্রজন্মের শিল্পীরা, নাটকে যোগ দিয়েছে এবং নতুন নতুন নাটক তৈরি করছেন। প্রায় বিভিন্ন হলেও নাট্য উৎসব হতে দেখা যায়, বিভিন্ন নাট্য সংস্থা এই সকল নাট্যমেলায় অংশগ্রহণ করেন, শুধু নতুন প্রজন্মের শিল্পীরায় নয় বহু পুরাতন শিল্পী এবং নামিদামী সিরিয়াল ও সিনেমা খ্যাত আর্টিস্টরা ইদানিং নাটকে যোগদান করছেন, এবং নাট্যপ্রেমীদের মন জয় করছেন, আজ সেই কথা কে মাথায় রেখে আমরা নাট্য দিবস উদযাপন করলাম, যাতে কেউ না এই দিনটি ভুলে না যায় , যে সকল নাট্যপ্রেমী বা নাট্যকার ও শিল্পিরা রয়েছেন, নাটক থেকেই আজ অনেক বড় বড় শিল্পী তৈরি হয়েছে। বিভিন্ন সংস্থায় নাটক করে তারা ভিন্ন দেশেও পাড়ি দিচ্ছেন শুধু পশ্চিমবঙ্গেই নয়। ইদানিং অনেক ভালো ভালো লেখকরা নতুন করে নাটক লেখার কাজ শুরু করেছে। বহু নতুন নাটকের বইয়েও তৈরি হয়েছে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ।