Dhaka 3:47 am, Saturday, 5 July 2025

আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে র‌্যাব-৬ এর ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ

২৭ মার্চ ২০২৫: ঈদুল ফিতর উপলক্ষে আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস-এর পক্ষ থেকে র‌্যাব-৬ এর অধিনায়ক এই উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠানে অধিনায়ক আত্মসমর্পণকৃত জলদস্যুদের উদ্দেশ্যে বলেন, “র‌্যাবের সক্রিয় ভূমিকার ফলে ২০১৮ সালের ১ নভেম্বর সরকার সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করে। বর্তমানে র‌্যাবের তৎপরতায় দস্যুতা প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আত্মসমর্পণকারীরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।”

তিনি আরও জানান, আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের জন্য র‌্যাব-৬ বিভিন্ন সময় ঘর, দোকান, গবাদিপশু, মাছ ধরার নৌকা ও অন্যান্য জীবিকা নির্বাহের সরঞ্জাম প্রদান করেছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সুন্দরবন অঞ্চলের প্রতিটি মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

অনুষ্ঠানে অধিনায়ক আত্মসমর্পণকৃত জলদস্যুদের সাথে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় কয়েকজন আত্মসমর্পণকারীর ব্যক্তিগত সমস্যার কথা শুনে তিনি তাৎক্ষণিক সমাধানের নির্দেশ প্রদান করেন।

র‌্যাব-৬ এর এ ধরনের মানবিক উদ্যোগ আত্মসমর্পণকারী জলদস্যুদের পুনর্বাসন ও সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে র‌্যাব-৬ এর ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ

প্রকাশঃ 05:26:18 pm, Thursday, 27 March 2025

২৭ মার্চ ২০২৫: ঈদুল ফিতর উপলক্ষে আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস-এর পক্ষ থেকে র‌্যাব-৬ এর অধিনায়ক এই উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠানে অধিনায়ক আত্মসমর্পণকৃত জলদস্যুদের উদ্দেশ্যে বলেন, “র‌্যাবের সক্রিয় ভূমিকার ফলে ২০১৮ সালের ১ নভেম্বর সরকার সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করে। বর্তমানে র‌্যাবের তৎপরতায় দস্যুতা প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আত্মসমর্পণকারীরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।”

তিনি আরও জানান, আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের জন্য র‌্যাব-৬ বিভিন্ন সময় ঘর, দোকান, গবাদিপশু, মাছ ধরার নৌকা ও অন্যান্য জীবিকা নির্বাহের সরঞ্জাম প্রদান করেছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সুন্দরবন অঞ্চলের প্রতিটি মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

অনুষ্ঠানে অধিনায়ক আত্মসমর্পণকৃত জলদস্যুদের সাথে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় কয়েকজন আত্মসমর্পণকারীর ব্যক্তিগত সমস্যার কথা শুনে তিনি তাৎক্ষণিক সমাধানের নির্দেশ প্রদান করেন।

র‌্যাব-৬ এর এ ধরনের মানবিক উদ্যোগ আত্মসমর্পণকারী জলদস্যুদের পুনর্বাসন ও সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।