ফিলিস্তিনে নারী ও শিশুসহ বেসামরিক জনগণের ওপর হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন ডেলিভারি ম্যানসহ বিভিন্ন কোম্পানির রাইডাররা। তারা জানান, এ দেশে যে পরিমাণ ইসরায়েলি পণ্য বিক্রি হয়, তা ইসরায়েলকে আরো শক্তিশালী করছে।
আজ সোমবার সকাল ১১টায় ভাটারা এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংশ্লিষ্ট শ্রমজীবীরা এ ঘোষণা দেন। ভাটারা এলাকার শ্রমজীবী সংগঠন ভয়েস ফর প্যালেস্টাইনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক মানুষদের হত্যা করছে। আমরা শ্রমজীবী ও তরুণদের পক্ষ থেকে তার এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। আমরা মনে করি, আমাদের নিজ নিজ অবস্থান থেকে এ নিয়ে প্রতিবাদ করা উচিত। ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক জনমত গড়ে তুলতে এই কর্মসূচি সহযোগিতা করবে।
আমরা যারা ডেলিভারি ম্যান এবং বিভিন্ন কম্পানির রাইডাররা আছি, আজ থেকে ইসরায়েল পণ্য সরবরাহ বন্ধের ঘোষণা করছি। প্রত্যেকের উচিত বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কট করা।
মিছিলে প্ল্যাকার্ড প্রদর্শন ও ‘সেইভ প্যালেস্টাইন, সেইভ গাজা: উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলে বাইক রাইডার ও ডেলিভারি ম্যানসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন।